লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের হাজীরপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের হাজীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যবসায়ী হেদায়েত উল্লার ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনেরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাজীরপাড়ায় বন্ধুর বাড়িতে যান মঞ্জু। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মঞ্জু গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আমার মামাতো ভাই মঞ্জু মারা গেছেন। এ দুর্ঘটনায় পুরো পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের হাজীরপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের হাজীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যবসায়ী হেদায়েত উল্লার ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনেরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাজীরপাড়ায় বন্ধুর বাড়িতে যান মঞ্জু। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মঞ্জু গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আমার মামাতো ভাই মঞ্জু মারা গেছেন। এ দুর্ঘটনায় পুরো পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১৩ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
১৭ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
২৪ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৩৪ মিনিট আগে