চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় রাজনীতিকেও স্মার্ট হতে হবে। স্মার্ট রাজনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে চাঁদপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পাঠ্যপুস্তক পায়নি, তারা ওয়েবসাইট থেকে সহায়তা নিতে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছানোর কথা। বই না পাওয়ার কোনো কারণ নেই। যদি কোথাও পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব। তবে সবাইকে বলব, আমাদের ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটেও থাকে, তাহলে ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে শিক্ষকেরা সহায়তা নিয়ে পাঠদান করতে পারবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রযুক্তির ব্যবহার একেবারে প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে। দেশের যাতায়াত ও বিদ্যুতের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ, প্রতিটি মানুষের হাতে মোবাইল। সত্যিই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। স্মার্ট রাজনীতির ক্ষেত্রে মানুষ ও দেশ সবার আগে এবং সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা— এগুলো কখনো স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে, অন্যেরা অর্থবিত্তের পাহাড় গড়ে তুলবে, স্মার্ট রাজনীতি এগুলো হতে দেবে না।’
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় রাজনীতিকেও স্মার্ট হতে হবে। স্মার্ট রাজনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে চাঁদপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পাঠ্যপুস্তক পায়নি, তারা ওয়েবসাইট থেকে সহায়তা নিতে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছানোর কথা। বই না পাওয়ার কোনো কারণ নেই। যদি কোথাও পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব। তবে সবাইকে বলব, আমাদের ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটেও থাকে, তাহলে ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে শিক্ষকেরা সহায়তা নিয়ে পাঠদান করতে পারবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রযুক্তির ব্যবহার একেবারে প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে। দেশের যাতায়াত ও বিদ্যুতের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ, প্রতিটি মানুষের হাতে মোবাইল। সত্যিই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। স্মার্ট রাজনীতির ক্ষেত্রে মানুষ ও দেশ সবার আগে এবং সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা— এগুলো কখনো স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে, অন্যেরা অর্থবিত্তের পাহাড় গড়ে তুলবে, স্মার্ট রাজনীতি এগুলো হতে দেবে না।’
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে