প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
মঙ্গলবার থেকে ইউনিয়নের টিকাকেন্দ্রগুলোতে ঘুরে টিকা গ্রহীতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ শেষে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে এখনো টিকার আওতায় আসেনি এমন ব্যক্তিরাও সরকারের কাছে টিকার ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ ওয়ার্ড ও ৯৮টি ইউনিয়নে তিন দিন এ কার্যক্রম চলবে। এ জন্য ১১০টি টিকা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ স্থাপন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী জানান, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ২শ মানুষকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান গণ টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। বাকি ৯৮টি ইউনিয়নেও টিকা দেওয়া হবে। এবার আমাদের টার্গেট ৬১ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
মঙ্গলবার থেকে ইউনিয়নের টিকাকেন্দ্রগুলোতে ঘুরে টিকা গ্রহীতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ শেষে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে এখনো টিকার আওতায় আসেনি এমন ব্যক্তিরাও সরকারের কাছে টিকার ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ ওয়ার্ড ও ৯৮টি ইউনিয়নে তিন দিন এ কার্যক্রম চলবে। এ জন্য ১১০টি টিকা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ স্থাপন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী জানান, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ২শ মানুষকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান গণ টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। বাকি ৯৮টি ইউনিয়নেও টিকা দেওয়া হবে। এবার আমাদের টার্গেট ৬১ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
১০ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
১১ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
২২ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত...
৩১ মিনিট আগে