চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি।
সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।
টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি।
সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
৭ মিনিট আগেবাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদীর তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
১৩ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৩৪ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
৩৮ মিনিট আগে