বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে কথা-কাটাকাটি জের ধরে দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ৩টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতেরা হলেন, দক্ষিণ জলদি এলাকার রঙ্গিয়াগুনা গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ খালেক (৩২)। খালেক উপজেলা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার আট বছর ও চার বছর বয়সের দুটি মেয়ে সন্তান রয়েছে। একই গ্রামের কামাল হোসেনের ছেলে টিপু (২৫)।
স্থানীয়রা জানান, সকালের দিকে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। যেটা কিছুক্ষণ পর শেষ হয়ে যায়। পরে আবারও দুপক্ষের মধ্যে বাড়ির পাশেই মনছুরিয়া বাজার এলাকায় তর্কাতর্কি হয়। এ সময় দুপক্ষই বিবাদে জড়ায় এবং ধারালো অস্ত্রসহ সংঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে খালেক নিহত হন। এ ঘটনায় দুপক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন। হতাহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মঞ্জুর আলম (৪০) ও বাহাদূর (৩২) এবং অপর পক্ষের টিপু (২৫) ও কামাল হোসেন (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টিপু মারা যান।
চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রামের বাঁশখালীতে কথা-কাটাকাটি জের ধরে দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ৩টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতেরা হলেন, দক্ষিণ জলদি এলাকার রঙ্গিয়াগুনা গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ খালেক (৩২)। খালেক উপজেলা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার আট বছর ও চার বছর বয়সের দুটি মেয়ে সন্তান রয়েছে। একই গ্রামের কামাল হোসেনের ছেলে টিপু (২৫)।
স্থানীয়রা জানান, সকালের দিকে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। যেটা কিছুক্ষণ পর শেষ হয়ে যায়। পরে আবারও দুপক্ষের মধ্যে বাড়ির পাশেই মনছুরিয়া বাজার এলাকায় তর্কাতর্কি হয়। এ সময় দুপক্ষই বিবাদে জড়ায় এবং ধারালো অস্ত্রসহ সংঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে খালেক নিহত হন। এ ঘটনায় দুপক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন। হতাহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মঞ্জুর আলম (৪০) ও বাহাদূর (৩২) এবং অপর পক্ষের টিপু (২৫) ও কামাল হোসেন (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টিপু মারা যান।
চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১৯ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে