পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।
মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।
জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।
এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।
মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।
জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।
এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
৮ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩২ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে