টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।
মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।
জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।
এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।
বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।
মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।
জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।
এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪৩ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে