পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে।
জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে।
উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন।
অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে।
জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে।
উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
১ মিনিট আগেভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
৮ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
২৬ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৮ মিনিট আগে