প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের বিভিন্ন ছিনতাইকারীর লুট করা স্বর্ণ কিনতেন সুজন ধর। নগরীর শেরশাহ বাংলা বাজার এলাকায় প্রভা জুয়েলার্স নামে তাঁর নিজ প্রতিষ্ঠানের আড়ালে এ কাজ করতেন তিনি। এমন অভিযোগে ১৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করেন ডবলমুরিং থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত সুজন ধর ফটিকছড়ির রায়পুর গ্রামের মৃত দিজেন্দ্রলাল ধরের ছেলে।
জানা যায়, সুজন একাধিকবার মদসহ ফটিকছড়ি থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানাতেও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগপত্র জমা রয়েছে। এমনকি বিগত কয়েক মাস আগেও সম্পত্তির মামলা বাদী বিবাদীর সম্মতিতে স্থানীয় পরিষদে নিষ্পত্তি করা হলেও বিচারের রায় না মেনে প্রতিপক্ষের ওপর হামলা ও মিথ্যা মামলা দেন তিনি।
বণিক পাড়ার কয়েকজন বলেন, আমরা সুজন ধরের নির্যাতন ও মায়ের অকথ্য ভাষায় গালাগালির জন্য বাড়ি ছাড়া হয়েছি। সুজন আমাদের ঘরে অস্ত্র ও ইয়াবা দিয়ে পুলিশকে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। শহরের যে কোন জায়গায় পেলে হত্যা করবে বলেও ভয়ভীতি দেখান।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ বলেন, সুজন চেয়ারম্যান, মেম্বার ও সমাজ কোনো কিছুকে তোয়াক্কা করে না। সে গ্রামে এসে নানারকম অবৈধ কাজ করে আবার শহরে পালিয়ে যায়।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ এবং কয়েকটি মামলা রয়েছে। এমনকি তাঁর অত্যাচারে এলাকার কয়েকটি পরিবার ঘরছাড়াও হয়েছে।
ওসি আরও বলেন, ১১ মামলার আসামি রুবেলের ছিনতাইকৃত স্বর্ণ কিনতেন সুজন। লুট করা স্বর্ণ ক্রয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের বিভিন্ন ছিনতাইকারীর লুট করা স্বর্ণ কিনতেন সুজন ধর। নগরীর শেরশাহ বাংলা বাজার এলাকায় প্রভা জুয়েলার্স নামে তাঁর নিজ প্রতিষ্ঠানের আড়ালে এ কাজ করতেন তিনি। এমন অভিযোগে ১৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করেন ডবলমুরিং থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত সুজন ধর ফটিকছড়ির রায়পুর গ্রামের মৃত দিজেন্দ্রলাল ধরের ছেলে।
জানা যায়, সুজন একাধিকবার মদসহ ফটিকছড়ি থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানাতেও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগপত্র জমা রয়েছে। এমনকি বিগত কয়েক মাস আগেও সম্পত্তির মামলা বাদী বিবাদীর সম্মতিতে স্থানীয় পরিষদে নিষ্পত্তি করা হলেও বিচারের রায় না মেনে প্রতিপক্ষের ওপর হামলা ও মিথ্যা মামলা দেন তিনি।
বণিক পাড়ার কয়েকজন বলেন, আমরা সুজন ধরের নির্যাতন ও মায়ের অকথ্য ভাষায় গালাগালির জন্য বাড়ি ছাড়া হয়েছি। সুজন আমাদের ঘরে অস্ত্র ও ইয়াবা দিয়ে পুলিশকে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। শহরের যে কোন জায়গায় পেলে হত্যা করবে বলেও ভয়ভীতি দেখান।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ বলেন, সুজন চেয়ারম্যান, মেম্বার ও সমাজ কোনো কিছুকে তোয়াক্কা করে না। সে গ্রামে এসে নানারকম অবৈধ কাজ করে আবার শহরে পালিয়ে যায়।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ এবং কয়েকটি মামলা রয়েছে। এমনকি তাঁর অত্যাচারে এলাকার কয়েকটি পরিবার ঘরছাড়াও হয়েছে।
ওসি আরও বলেন, ১১ মামলার আসামি রুবেলের ছিনতাইকৃত স্বর্ণ কিনতেন সুজন। লুট করা স্বর্ণ ক্রয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে