সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় শ্রমিকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১৭: ০৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মো. নুরুন নবী (৫২) নামের তেল ডিপোর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের সাংগু অক্সিজেন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সি সমাপুর এলাকার বজলুর রহমানের ছেলে।

পুলিশের ধারণা, গতকাল বুধবার গভীর রাতে ডিপোর কক্ষের ভেতরে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নুর মোহাম্মদ নামে ডিপোর এক শ্রমিককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের ছেলে মোহাম্মদ আজাদ বলেন, গতকাল বুধবার গভীর রাতে নিজ কক্ষে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় তাঁর বাবার লাশ পড়ে রয়েছে বলে ডিপোর শ্রমিক নূর মোহাম্মদ তাঁদের জানান। পরে খবর দিলে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, উদ্ধার করা লাশের গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। তা ছাড়া মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবু সাঈদ আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আজাদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত