নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক যুগ আগে চট্টগ্রাম মহানগরীতে সহকর্মীকে হত্যার দায়ে মো. কাউসার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
আজ সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এ বি সিদ্দিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫ অক্টোবর মহানগরীর বন্দরটিলা এলাকায় সিগারেট কোম্পানির কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠে শিক্ষানবিশ কর্মকর্তা মো. কাউসারের (৪২) বিরুদ্ধে।
ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে কাউসারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বছর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।
কানু রাম আরও বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেছে।
এক যুগ আগে চট্টগ্রাম মহানগরীতে সহকর্মীকে হত্যার দায়ে মো. কাউসার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
আজ সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এ বি সিদ্দিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫ অক্টোবর মহানগরীর বন্দরটিলা এলাকায় সিগারেট কোম্পানির কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠে শিক্ষানবিশ কর্মকর্তা মো. কাউসারের (৪২) বিরুদ্ধে।
ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে কাউসারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বছর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।
কানু রাম আরও বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩৫ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে