রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত ইমামের মরদেহ উদ্ধার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উখিয়ার রাজাপালং ইউপির ২০নং রোহিঙ্গা ক্যাম্পের সীমানা অংশের একটি ঝিরিতে কর্দমাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

নিহত ব্যক্তির নাম মৌলভী শামসুল আলম (৩৮), তিনি ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি-এইচ/ ৭৯ ব্লকের বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে। 

শামসুল আলম পেশায় মৌলভী, তিনি তাঁর শেডের নিকটবর্তী ১৭নং ক্যাম্পের বি-এইচ/ ৮৮ ব্লকের মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার কিছু পর এশার নামাজ শেষে বাড়িতে এলে ৪ / ৫ জনের একটি দল তাকে ডেকে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক শামসুল আলম এর ইমামতিতে নিয়মিত মসজিদে নামাজ আদায় করা এক মুসল্লি জানান, শুক্রবার জুমার নামাজে খুতবায় আরসার ব্যাপারে মন্তব্য করেন শামুসল আলম। তিনি আরসার বিপথে যাওয়া সদস্যদের দ্বীনের পথে এসে কওম (জাতি) এর জন্য কাজ করার অনুরোধ করেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এই খুতবার কারণে আরসা সন্ত্রাসীরা শামসুল আলমকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে খুন করে। 

মরদেহ উদ্ধারের বিষয়টি দুপুরে নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ আগে থেকেই নিখোঁজ থাকা শামসুল আলম এর মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

নিহতের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে উল্লেখ করে ছৈয়দ হারুনুর রশীদ আরও জানান, এ ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত