চবিতে ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা মঙ্গলবার শুরু, প্রতি আসনে লড়বে ৬২ জন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৩, ২১: ৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্মান প্রথম বর্ষে ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা আগামীকাল মঙ্গল ও বুধবার চলবে। এ ছাড়া বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে ২৫ মে’র মধ্যে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য আবেদন করেছেন ৬২ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬২ জন। পরীক্ষা মঙ্গল ও বুধবার সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার ৬৬৫ জন করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেবেন।

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ১৩টি কেন্দ্রে দুদিনে চার শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এ দিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তায় চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুরো ক্যাম্পাসকে আনা হয়েছে গোয়েন্দা নজরদারির আওতায়। সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন সংগঠনগুলোর ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। সংঘর্ষ, র‍্যাগিংসহ অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সুসম্পন্ন করতে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত