পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে সেটি এখনো শুরু হয়নি। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের সম্মেলনস্থল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আসতে দেখা গেছে। দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলা থেকে যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ নির্দেশনা দিয়েছিলেন, সম্মেলনস্থলে কারও নামে স্লোগান কিংবা কোনো ধরনের পোস্টার ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড আনা যাবে না। এর পরও কিছু কর্মী তাঁদের নেতার নামে প্ল্যাকার্ড নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করতে চাইলে সিনিয়র নেতারা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে সেটি এখনো শুরু হয়নি। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের সম্মেলনস্থল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আসতে দেখা গেছে। দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলা থেকে যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ নির্দেশনা দিয়েছিলেন, সম্মেলনস্থলে কারও নামে স্লোগান কিংবা কোনো ধরনের পোস্টার ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড আনা যাবে না। এর পরও কিছু কর্মী তাঁদের নেতার নামে প্ল্যাকার্ড নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করতে চাইলে সিনিয়র নেতারা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী প্রমুখ।
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস...
৭ মিনিট আগেক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
১৭ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২৮ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
১ ঘণ্টা আগে