বেইলি সেতু ভেঙে ট্রাক চালকের মৃত্যু, সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৮
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪২

বান্দরবান-রুমা সড়কের পাইক্ষ্যংঝিরি এলাকায় বেইলি সেতু ভেঙে চাল বোঝাই ট্রাক নিচের ঝিরিতে পড়ে যায়। এতে ট্রাকের চালক মো. আবদুল গফুর (৩৫) মারা যান। সেতুটি ভেঙে যাওয়ায় বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, বান্দরবান-রুমা সড়ক হলেও দুর্ঘটনা ঘটেছে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের পাইক্ষ্যংঝিরি এলাকায়।

ওসি আরও জানান, ট্রাক দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রোয়াংছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করছেন। 

সেতু ভেঙে ট্রাক ঝিরিতে পড়ে ট্রাক চালক মারা যান

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে চাল বোঝাই একটি ট্রাক রুমা যাওয়ার পথে দেড়টার দিকে দুর্ঘটনায় পড়ে। ট্রাকটি পাইক্ষ্যংঝিরি খালের ওপর থাকা বেইলি সেতুতে উঠলে সেতুটি ভেঙে যায়। এতে চাল বোঝাই ট্রাকটি নিচের ঝিরিতে পড়ে যায়। এতে করে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

রোয়াংছড়ি থানার ওসি মো. আবদুল মান্নান জানান, এ ঘটনায় চালক আবদুল গফুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাকের সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিকে বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক উদ্ধার ও সেতু সংস্কার করে যানবাহন চলাচলের জন্য কাজ চলছে। 

বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ওই সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ (ইসিবি) রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সড়ক বিভাগ সেনাবাহিনীর ইসিবি কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছেন। ইসিবি সেতু ঠিক করে যানবাহন চলাচলে কাজ করছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত