সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই বছর আগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাসে বাড়ি ফেরার সময় সেলফোনটি হারিয়ে ফেলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এরপর তিনি সীতাকুণ্ড থানায় অভিযোগ করলেও কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ফোনটি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের পরামর্শে পিবিআই পুলিশ সুপার বরাবর আবার অভিযোগ দেন কামরুল ইসলাম। অভিযোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া সেলফোনটি উদ্ধার করেন পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। গতকাল রাতেই ফোনটি কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, ‘২০২০ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বারআউলিয়া ফেরার পথে স্মার্টফোনটি হারিয়ে ফেলি। এরপর সীতাকুণ্ড থানায় অভিযোগ করি। সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন তদন্তকাজ চালালেও কিছুদিন পর থমকে যায়। থানায় একাধিকবার যোগাযোগের পরও ফোনটি উদ্ধার না হওয়ায় অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম।’
গতকাল দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ ঘণ্টা পর তাঁরা ফোনটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছেন।
পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ফোন উদ্ধারে কাজ শুরু করেন তিনি। ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
এসআই শাহাদাত বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁকে জানিয়েছেন, রিয়াজ উদ্দিন বাজারের এক দোকানির কাছ থেকে ফোনটি তিনি অল্প দামে কিনেছিলেন। উদ্ধারের পর রাতেই প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান এসআই শাহাদাত হোসেনের পারদর্শিতার প্রশংসা করে বলেন, ‘অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে স্মার্টফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দিতে পেরে আমরা খুশি।’
দুই বছর আগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাসে বাড়ি ফেরার সময় সেলফোনটি হারিয়ে ফেলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এরপর তিনি সীতাকুণ্ড থানায় অভিযোগ করলেও কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ফোনটি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের পরামর্শে পিবিআই পুলিশ সুপার বরাবর আবার অভিযোগ দেন কামরুল ইসলাম। অভিযোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া সেলফোনটি উদ্ধার করেন পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। গতকাল রাতেই ফোনটি কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, ‘২০২০ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বারআউলিয়া ফেরার পথে স্মার্টফোনটি হারিয়ে ফেলি। এরপর সীতাকুণ্ড থানায় অভিযোগ করি। সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন তদন্তকাজ চালালেও কিছুদিন পর থমকে যায়। থানায় একাধিকবার যোগাযোগের পরও ফোনটি উদ্ধার না হওয়ায় অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম।’
গতকাল দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ ঘণ্টা পর তাঁরা ফোনটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছেন।
পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ফোন উদ্ধারে কাজ শুরু করেন তিনি। ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
এসআই শাহাদাত বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁকে জানিয়েছেন, রিয়াজ উদ্দিন বাজারের এক দোকানির কাছ থেকে ফোনটি তিনি অল্প দামে কিনেছিলেন। উদ্ধারের পর রাতেই প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান এসআই শাহাদাত হোসেনের পারদর্শিতার প্রশংসা করে বলেন, ‘অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে স্মার্টফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দিতে পেরে আমরা খুশি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
৪২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে