১৬ দিন পর সেই যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৬
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৫৩

১৬ দিন পর চট্টগ্রামে থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাইফুল ইসলাম (৩৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

এর আগে ৯ সেপ্টেম্বর সাইফুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সাইফুলকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছিল। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বাঁশখালীর বাহারছড়া এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে আছেন। এ অবস্থায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ দিন ধরে তিনি চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভাগের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকার তথ্য প্রকাশ করেছে।  তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত