কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকারিয়া ডালিম। নৌকা প্রতীককে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাংসদ মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে সদ্য নির্বাচিত জাকারিয়া ডালিমের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় সমালোচনা। নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হওয়া চেয়ারম্যানের সঙ্গে ফুল হাতে মোছলেম উদ্দিন আহমদের ছবি মানতে পারছেন না তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী ইব্রাহীম বাচ্চুকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী জাকারিয়া ডালিম। গত ৮ ডিসেম্বর নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় ডালিমসহ আওয়ামী লীগ-যুবলীগের ১৪ জনকে বহিষ্কার করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বহিষ্কৃত সেই বিদ্রোহীকে বরণ করে নিলেন মোছলেম উদ্দিন আহমদ। তাঁকে এভাবে বরণ যদি করতেই হয় তাহলে কেনো বহিষ্কারের নাটক করা হলো?’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছিলেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার এর নির্দেশনা ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের। দক্ষিণ চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছিল তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত একজন নেতার সঙ্গে সাংসদের ফুলেল ছবি দুঃখজনক। এই কাজটি করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।’
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ‘বিদ্রোহী চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণের বিষয়টি নিয়ে কর্মীদের তোপের মুখে পড়তে হচ্ছে। সত্যি বলতে কি, এ ঘটনায় আমি নিজেও খুব বিব্রত। আমরা কেন বহিষ্কার করলাম, আবার কেন ফুল দিয়ে বরণ করবো? বিষয়টি নিয়ে আমি ওনার (সাংসদ মোছলেম) সঙ্গে কথা বলব। জানতে চাইব, তিনি কেন এটি করলেন?’
তবে এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকারিয়া ডালিম। নৌকা প্রতীককে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাংসদ মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে সদ্য নির্বাচিত জাকারিয়া ডালিমের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় সমালোচনা। নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হওয়া চেয়ারম্যানের সঙ্গে ফুল হাতে মোছলেম উদ্দিন আহমদের ছবি মানতে পারছেন না তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী ইব্রাহীম বাচ্চুকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী জাকারিয়া ডালিম। গত ৮ ডিসেম্বর নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় ডালিমসহ আওয়ামী লীগ-যুবলীগের ১৪ জনকে বহিষ্কার করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বহিষ্কৃত সেই বিদ্রোহীকে বরণ করে নিলেন মোছলেম উদ্দিন আহমদ। তাঁকে এভাবে বরণ যদি করতেই হয় তাহলে কেনো বহিষ্কারের নাটক করা হলো?’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছিলেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার এর নির্দেশনা ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের। দক্ষিণ চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছিল তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত একজন নেতার সঙ্গে সাংসদের ফুলেল ছবি দুঃখজনক। এই কাজটি করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।’
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ‘বিদ্রোহী চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণের বিষয়টি নিয়ে কর্মীদের তোপের মুখে পড়তে হচ্ছে। সত্যি বলতে কি, এ ঘটনায় আমি নিজেও খুব বিব্রত। আমরা কেন বহিষ্কার করলাম, আবার কেন ফুল দিয়ে বরণ করবো? বিষয়টি নিয়ে আমি ওনার (সাংসদ মোছলেম) সঙ্গে কথা বলব। জানতে চাইব, তিনি কেন এটি করলেন?’
তবে এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে