হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইট বোঝাইকারী জিপগাড়ির (চাঁদের গাড়ি) হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সকালে ওই মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হেলপারের নাম মো. সাজিম (১৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের ছেলে। এ সময় দুর্ঘটনায় জিপগাড়ির চালক মো. লোকমান (২৮) এবং আরেক হেলপার মো. তারেক (১৭) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জিপগাড়ি মাটিয়া মসজিদসংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক জিপটিকে ধাক্কা দেয়। এতে জিপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় চালক, হেলপারসহ তিনজন আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত ঘোষণা করেন। জিপের চালক ও হেলপারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
রাউজান হাইওয়ে পুলিশের এসআই মো. তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত জিপগাড়িটি জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইট বোঝাইকারী জিপগাড়ির (চাঁদের গাড়ি) হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সকালে ওই মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হেলপারের নাম মো. সাজিম (১৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের ছেলে। এ সময় দুর্ঘটনায় জিপগাড়ির চালক মো. লোকমান (২৮) এবং আরেক হেলপার মো. তারেক (১৭) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জিপগাড়ি মাটিয়া মসজিদসংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক জিপটিকে ধাক্কা দেয়। এতে জিপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় চালক, হেলপারসহ তিনজন আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত ঘোষণা করেন। জিপের চালক ও হেলপারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
রাউজান হাইওয়ে পুলিশের এসআই মো. তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত জিপগাড়িটি জব্দ করা হয়েছে।
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৩ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১৩ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২৩ মিনিট আগে