প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় গত দুই দিনের ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ডলুখাল ও হাতিয়ার খালের পানি বেড়ে উপজেলার আধুনগরসহ প্রায় ১০টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকা ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ভারী বর্ষণে আধুনগর এলাকার তিনটি সড়কের মাঝখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দেখা গেছে, উপজেলার আধুনগর এলাকার সিপাহিপাড়া, মিয়াপাড়া, সর্দানীপাড়া, চৌধুরীপাড়া, মরাডলুকুল, ক্যামেলিয়াপাড়া, পালপাড়া, উজাপাড়াসহ ১০টি পাড়ায় পানি ঢুকে পড়েছে। অন্যদিকে উপজেলার শাহমজিদিয়া-রশিদিয়া (সিপাহিপাড়া) সড়ক, মিয়াপাড়া সড়ক এবং রুস্তমপাড়া সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই এলাকার বাসিন্দারা জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকা প্লাবিত হয়ে কৃষিজমি এবং বাড়িঘরে পানি উঠেছে। সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে শঙ্কায় দিন কাটছে তাদের।
আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, `আজ সকালে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। দেখেছি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এলাকার ১০টির বেশি জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়কের অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, বর্ষণ ও ঢলে আধুনগর এলাকার প্রায় শূন্য দশমিক দুই হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে। বীজতলায় পানির সঙ্গে বালু জমেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় গত দুই দিনের ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ডলুখাল ও হাতিয়ার খালের পানি বেড়ে উপজেলার আধুনগরসহ প্রায় ১০টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকা ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ভারী বর্ষণে আধুনগর এলাকার তিনটি সড়কের মাঝখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দেখা গেছে, উপজেলার আধুনগর এলাকার সিপাহিপাড়া, মিয়াপাড়া, সর্দানীপাড়া, চৌধুরীপাড়া, মরাডলুকুল, ক্যামেলিয়াপাড়া, পালপাড়া, উজাপাড়াসহ ১০টি পাড়ায় পানি ঢুকে পড়েছে। অন্যদিকে উপজেলার শাহমজিদিয়া-রশিদিয়া (সিপাহিপাড়া) সড়ক, মিয়াপাড়া সড়ক এবং রুস্তমপাড়া সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই এলাকার বাসিন্দারা জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকা প্লাবিত হয়ে কৃষিজমি এবং বাড়িঘরে পানি উঠেছে। সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে শঙ্কায় দিন কাটছে তাদের।
আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, `আজ সকালে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। দেখেছি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এলাকার ১০টির বেশি জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়কের অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, বর্ষণ ও ঢলে আধুনগর এলাকার প্রায় শূন্য দশমিক দুই হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে। বীজতলায় পানির সঙ্গে বালু জমেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ few সেকেন্ড আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
৪ মিনিট আগেকুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার থেকে মাছটি কেনার পর এক ব্যবসায়ী তা অনলাইনে বিক্রি করেন।
৭ মিনিট আগে