নোয়াখালীতে উপকূল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১২: ৫২

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের এসি বগির দুটি জানালার গ্লাস ভেঙে গেছে। তবে জানালা দুটির পাশে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ীতে এ হামলার ঘটনা ঘটে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। রাতে লাকসাম হয়ে এটি নোয়াখালীর সোনাইমুড়ী স্টেশন অতিক্রমের পর আকস্মিক ট্রেনে পাথর ও কাঠের টুকরা ছুড়ে মারতে থাকে একদল দুর্বৃত্ত। এ সময় ট্রেনের শীততাপনিয়ন্ত্রিত ‘ক’ বগির দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় জানালার পাশে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীতনোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তের হামলায় উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি জানালার গ্লাস ভেঙে গেছে। প্রায় সময় লাকসাম থেকে নোয়াখালীর এ অঞ্চলটিতে ট্রেনে পাথর মারার ঘটনা ঘটে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালায় তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত