কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দিল উপজেলা প্রশাসন। এ নিয়ে গত ১০ দিনে চরহাজারী ইউনিয়নে ৩টি বাল্যবিবাহ পণ্ড করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযান চালিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন।
এ ছাড়া উপজেলা প্রশাসন গত ২১ নভেম্বর একই ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুলছাত্রী এবং ২৪ নভেম্বর আরেক স্কুলছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, 'বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পারেন। খবর পেয়ে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে কন্যার বয়স ১৮ বছর দাবি করেন। এরপর মেয়ের বয়স প্রমাণে জন্মসনদ দেখতে চাইলে তারা জন্মসনদের একটি ফটোকপি দেখান। পরবর্তীতে সেটি ভুয়া প্রমাণিত হয়।
কারণ তাদের দেখানো জন্ম সনদটির সত্যতা যাচাইয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে জানা যায়, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রারে রেকর্ড অনুযায়ী মেয়ের বয়স ১৫ বছর ৪ মাস ২৫ দিন। এরপর মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে বরপক্ষকে ফোন করে বাল্যবিয়েতে আসতে নিষেধ করেন। পরে কনের মা ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।'
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দিল উপজেলা প্রশাসন। এ নিয়ে গত ১০ দিনে চরহাজারী ইউনিয়নে ৩টি বাল্যবিবাহ পণ্ড করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযান চালিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন।
এ ছাড়া উপজেলা প্রশাসন গত ২১ নভেম্বর একই ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুলছাত্রী এবং ২৪ নভেম্বর আরেক স্কুলছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, 'বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পারেন। খবর পেয়ে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে কন্যার বয়স ১৮ বছর দাবি করেন। এরপর মেয়ের বয়স প্রমাণে জন্মসনদ দেখতে চাইলে তারা জন্মসনদের একটি ফটোকপি দেখান। পরবর্তীতে সেটি ভুয়া প্রমাণিত হয়।
কারণ তাদের দেখানো জন্ম সনদটির সত্যতা যাচাইয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে জানা যায়, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রারে রেকর্ড অনুযায়ী মেয়ের বয়স ১৫ বছর ৪ মাস ২৫ দিন। এরপর মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে বরপক্ষকে ফোন করে বাল্যবিয়েতে আসতে নিষেধ করেন। পরে কনের মা ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।'
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
২ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
২১ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২৫ মিনিট আগে