ওরা এখন গৃহবধূ

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) 
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১: ২২

জাহাঙ্গীর আলমের তিন মেয়ে। বড় মেয়ে পড়াশোনা করত। কিন্তু করোনায় এমনিতেই দরিদ্র জাহাঙ্গীরের আয় আরও কমে যায়। এ অবস্থায় প্রবাসী পাত্রের সঙ্গে বড় মেয়ের বিয়ে দিয়ে দেন বাবা। জাহাঙ্গীর আলমের দাবি—‘গরিব মানুষ, আয় রোজগার নেই। ছেলে প্রবাসী। মেয়ের সুখের কথা চিন্তা করেই বিয়ে দিয়েছি।’ বাবা মেয়ের সুখের কথা ভেবে বিয়ে দিলেও এমন ঘটনায় গত দেড় বছরে বহু ছাত্রীর শিক্ষাজীবন ধ্বংস হয়ে গেছে।

জাহাঙ্গীর আলমের বড় মেয়ের মতো উপজেলার ১০৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার দেড় শতাধিক ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। এসব বিয়ের আবার কোনো কাবিননামাও হচ্ছে না বলে জানিয়েছে কয়েকটি সূত্র। নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে উভয় পক্ষের ১৮ বছর পূর্ণ হলে ওই ছাত্রীদের কাবিননামা হবে উল্লেখ করে বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে। অনেক ছাত্রী ইতিমধ্যে সন্তানের মা হয়ে গৃহবধূ হিসেবে সংসার করে যাচ্ছে।

দীর্ঘ ৫৪৪ দিন পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলে। উপজেলার ১০৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ৩৫ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রী সংখ্যা ২১ হাজার ৩৫৬ ও ছাত্রসংখ্যা ১৪ হাজার ৩১৯। কিন্তু এত দিন পর খুললেও চৌদ্দগ্রামের মাধ্যমিক স্কুলগুলোতে সব শিক্ষার্থী ফেরেনি। উপস্থিতি আশঙ্কাজনক হারে কমেছে। এর মধ্যে ছাত্রী অনুপস্থিতির হারই বেশি। করোনায় লম্বা সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশেষত মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।  অনেকেরই বিয়ে হয়ে গেছে।

এমনই এক শিক্ষার্থীর বাবা হারাধন চন্দ্র পাল। তাঁর মেয়ে বাতিসা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। বললেন, ‘পাত্র সাউথ আফ্রিকা থাকে। ছেলেটি ভালো হওয়ায় মেয়েকে বিয়ে দিয়েছি।’ এত অল্প বয়সে কেন বিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘শারীরিকভাবে মেয়ে বড় হয়ে গেছে। পড়ালেখা করে কী করবে? পাত্র ভালো, তাই বিয়ে দিয়েছি।’

একইভাবে মো. স্বপনও তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাহরাইন প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ক্ষেত্রে অভিভাবকেরা মূলত মেয়ের নিরাপত্তা, নিজের দারিদ্র্য ও পাত্রের আয়-উপার্জনের কথাই ভেবেছেন। করোনাকালে সবচেয়ে বড় বিপাকে ছিল নিম্ন আয়ের মানুষ। এতে এই নিম্ন আয়ের পরিবারের মেয়ে সন্তানদের শিক্ষা সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের আশা—ধীরে ধীরে ছাত্রীদের উপস্থিতি বাড়বে। মিয়াবাজার তোষণ রফিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা রায়হান বলেন, ‘আমার স্কুলে একজন এসএসসি পরীক্ষার্থীর (ছাত্রী) বিয়ে হয়ে গেছে। সবে মাত্র স্কুল খোলা হয়েছে। ধীরে ধীরে জানতে পারব আর কতজন ছাত্রীর বিয়ে হয়েছে।’

পরিসংখ্যানে দেখা গেছে, করোনাকালে ৫৪৪ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অষ্টম থেকে দশম শ্রেণির অনেক ছাত্রীর বিয়ে হয়ে গেছে। তার মধ্যে বাতিসা বালিকা বিদ্যালয়েরই ২৪ ছাত্রীর বিয়ে হয়েছে। এদের অধিকাংশেরই বিয়ে হয়েছে প্রবাসী ছেলের সঙ্গে।

বাতিসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম বলেন, ‘স্কুল খোলার পর জেনেছি অনেক ছাত্রীর বিয়ে হয়েছে। তাৎক্ষণিক পরিসংখ্যানে আমার স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৪ ছাত্রীর বিয়ে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের অভিভাবকেরা অসচেতন বলেই অল্প বয়সে তাঁদের মেয়েকে বিয়ে দিয়েছে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব হোসেন বলেন, ‘সরকার ধাপে ধাপে ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ছাত্রীদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য উপবৃত্তি দিয়ে যাচ্ছে। করোনাকালে ছাত্রীদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় আমি মর্মাহত। অল্প বয়সে এসব ছাত্রী সংসার সম্পর্কে বুঝে উঠতে পারবে না। এতে পারিবারিক কলহ বাড়বে। আমাদের আরও সচেতন হতে হবে। অন্যথায় এসব বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়।’

বাল্যবিবাহের বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে আগেই আলোচনা হলেও এ সম্পর্কিত সচেতনতা কার্যক্রমে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি বলে জানালেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সারা দেশের মতো চৌদ্দগ্রামেও করোনাকালীন বেশ কিছু ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। আমরা স্কুল প্রধানদের নিয়ে একাধিকবার মিটিং করে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সতর্ক করেছি। কিন্তু স্কুলপ্রধানেরা আমাকে এ বিষয়ে কোনো সহযোগিতা করেননি। তবে এখনো যদি এমন কিছু শুনি, তাহলে আমি ওই অভিভাবকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত