কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে চট্টগ্রামের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
কেপিএমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের সিবিএ নির্বাচনে তিনটি শ্রমিক সংগঠন অংশ নিচ্ছে। সংগঠনগুলোর মধ্যে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (রেজি নম্বর-চট্ট-২৬২১) চাকা প্রতীক, কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নম্বর চট্ট-২৭৫০) ছাতা প্রতীক এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নম্বর-চট্ট-৮) হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ২১৯ জন শ্রমিক-কর্মচারী আগামী ৩০ নভেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরেজমিন মিল এলাকায় গিয়ে দেখা যায়, সমগ্র মিল এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। তিনটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ভোট পাওয়ার আশায় ভোটারদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন।
কেপিএম এমপ্লয়িজ ইউনিয়নের (হাতুড়ি প্রতীক) সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিছুর রহমান বলেন, নির্বাচিত হলে মিলের কাগজ বিক্রি, অডিট আপত্তি ও শ্রমিক-কর্মচারীদের উন্নয়নে কাজ করব।
কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের (ছাতা প্রতীক) সভাপতি পদপ্রার্থী গাজী নাসির উদ্দিন জানান, তাঁরা নির্বাচিত হলে বিভিন্ন বৈষম্য দূরীকরণ, হিল অ্যালাউন্স, কর্মজীবীদের নিয়মিত বেতনভাতা প্রদানের ব্যবস্থাকরণ, অডিট আপত্তি নিষ্পত্তিসহ সব পারিবারিক বাসস্থান মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক (বর্তমান সিবিএ) আনোয়ার হোসেন বাচ্চু বলেন, হিল অ্যালাউন্স, অডিট আপত্তি, বৈষম্যের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে আবাসিক এলাকার বাসাগুলোর পানি ও গ্যাসলাইন নতুন করে প্রতিস্থাপনের কাজ চলছে, যা গত ৭০ বছরে এই প্রথম। এ ছাড়া নতুন মিল স্থাপনের কার্যক্রমও শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর কেপিএমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মিলের সাবেক এমডি ফজলুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা কেপিএম পরিদর্শন করেন।
কেপিএমের জিএম (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলোকে আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, কেপিএমের সিবিএ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার লক্ষ্যে গতকাল সোমবার শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে মিল কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার আয়োজন করে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে চট্টগ্রামের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
কেপিএমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের সিবিএ নির্বাচনে তিনটি শ্রমিক সংগঠন অংশ নিচ্ছে। সংগঠনগুলোর মধ্যে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (রেজি নম্বর-চট্ট-২৬২১) চাকা প্রতীক, কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নম্বর চট্ট-২৭৫০) ছাতা প্রতীক এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নম্বর-চট্ট-৮) হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ২১৯ জন শ্রমিক-কর্মচারী আগামী ৩০ নভেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরেজমিন মিল এলাকায় গিয়ে দেখা যায়, সমগ্র মিল এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। তিনটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ভোট পাওয়ার আশায় ভোটারদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন।
কেপিএম এমপ্লয়িজ ইউনিয়নের (হাতুড়ি প্রতীক) সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিছুর রহমান বলেন, নির্বাচিত হলে মিলের কাগজ বিক্রি, অডিট আপত্তি ও শ্রমিক-কর্মচারীদের উন্নয়নে কাজ করব।
কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের (ছাতা প্রতীক) সভাপতি পদপ্রার্থী গাজী নাসির উদ্দিন জানান, তাঁরা নির্বাচিত হলে বিভিন্ন বৈষম্য দূরীকরণ, হিল অ্যালাউন্স, কর্মজীবীদের নিয়মিত বেতনভাতা প্রদানের ব্যবস্থাকরণ, অডিট আপত্তি নিষ্পত্তিসহ সব পারিবারিক বাসস্থান মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক (বর্তমান সিবিএ) আনোয়ার হোসেন বাচ্চু বলেন, হিল অ্যালাউন্স, অডিট আপত্তি, বৈষম্যের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে আবাসিক এলাকার বাসাগুলোর পানি ও গ্যাসলাইন নতুন করে প্রতিস্থাপনের কাজ চলছে, যা গত ৭০ বছরে এই প্রথম। এ ছাড়া নতুন মিল স্থাপনের কার্যক্রমও শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর কেপিএমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মিলের সাবেক এমডি ফজলুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা কেপিএম পরিদর্শন করেন।
কেপিএমের জিএম (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলোকে আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, কেপিএমের সিবিএ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার লক্ষ্যে গতকাল সোমবার শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে মিল কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এই সভা সবার মধ্যে আন্দোলনের চেতনাকে উজ্জীবিত করে। প্রশাসন, শহীদ পরিবার ও সংশ্লিষ্ট সবাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
৩ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার দুই শতাধিক কৃষক। তাতে এ বছর পেঁয়াজ চাষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। উপজেলা কৃষি বিভাগ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।
১৩ মিনিট আগেসিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকারে গিয়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ শনিবার শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে