নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌর এলাকায় সড়কের পাশের একটি স্টিলের খুঁটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নাবিল আল আরাভী ওয়াফি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকার লাতু কমিশনারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত নাবিল আল আরাভী ওয়াফি ওই এলাকার সানা উল্যাহ মোহনের ছেলে। সে নোয়াখালী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আহতরা হচ্ছে, একই এলাকার আবদুল হক সাব (৫০) ও তাঁর ছেলে পলাশ (২২)।
স্থানীয় লোকজন বলেন, ঘূর্ণিঝড় অশনির কারণে আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নাবিল। দোকানে আসার পথে লাতু কমিশনারের বাড়ি এলাকায় সড়কের পাশে থাকা একটি স্টিলের খুঁটি স্পর্শ করে সে। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাবিল। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে অপর দুজন আহত হন।
নিহতের চাচা মো. নয়ন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগকে পুরোনো স্টিলের খুঁটিটি সরাতে বলা হলেও তাঁরা সরাননি। এ ছাড়া নাবিল বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে মোবাইল করলেও তারা লাইন বন্ধ করে নাই। পরে অফিসে গিয়ে বলার পর লাইন বন্ধ করে। কিন্তু ততক্ষণে নাবিল মারা যায়।
অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, প্রথমত খুঁটিটি আমাদের না, এটি টেলিফোন লাইনের খুঁটি। আমাদের বিদ্যুতের প্রধান খুঁটি থেকে আশপাশের বাসার লোকজন লাইন নিতে টেলিফোনের স্টিলের খুঁটিটি ব্যবহার করেছেন। বৃষ্টির কারণে সেটি বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, জরুরি নম্বরে কল পাওয়ার পর পরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।
নোয়াখালী পৌর এলাকায় সড়কের পাশের একটি স্টিলের খুঁটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নাবিল আল আরাভী ওয়াফি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকার লাতু কমিশনারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত নাবিল আল আরাভী ওয়াফি ওই এলাকার সানা উল্যাহ মোহনের ছেলে। সে নোয়াখালী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আহতরা হচ্ছে, একই এলাকার আবদুল হক সাব (৫০) ও তাঁর ছেলে পলাশ (২২)।
স্থানীয় লোকজন বলেন, ঘূর্ণিঝড় অশনির কারণে আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নাবিল। দোকানে আসার পথে লাতু কমিশনারের বাড়ি এলাকায় সড়কের পাশে থাকা একটি স্টিলের খুঁটি স্পর্শ করে সে। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাবিল। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে অপর দুজন আহত হন।
নিহতের চাচা মো. নয়ন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগকে পুরোনো স্টিলের খুঁটিটি সরাতে বলা হলেও তাঁরা সরাননি। এ ছাড়া নাবিল বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে মোবাইল করলেও তারা লাইন বন্ধ করে নাই। পরে অফিসে গিয়ে বলার পর লাইন বন্ধ করে। কিন্তু ততক্ষণে নাবিল মারা যায়।
অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, প্রথমত খুঁটিটি আমাদের না, এটি টেলিফোন লাইনের খুঁটি। আমাদের বিদ্যুতের প্রধান খুঁটি থেকে আশপাশের বাসার লোকজন লাইন নিতে টেলিফোনের স্টিলের খুঁটিটি ব্যবহার করেছেন। বৃষ্টির কারণে সেটি বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, জরুরি নম্বরে কল পাওয়ার পর পরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২৯ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে