প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)
মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের পাশে গতকাল সোমবার শেষ বিকেলে এ ঘটনা ঘটে।
কুকিমারা মারমাপাড়ার ইউপি সদস্য অংসাপ্রু মারমা জানান, নিহত ব্যক্তির নাম থোয়াই অংপ্রুগ্রী মারমা (৭০)। তিনি মৃত থোয়াইসাউ মারমার ছেলে। তিনি পেশায় কৃষক। কৃষিকাজ সেরে তাঁর বাড়িতে ফিরছিলেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে কিছু এলাকাবাসী জানান, বড়ইছড়ি-ঘাগড়া সড়কে দুই পরিবহনের মধ্যে গোলাগুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুলি ওই বৃদ্ধ কৃষকের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আবার কেউ কেউ বলছেন, আঞ্চলিক কলহের জেরে দুই দলের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হন।
অবশ্যই কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলছেন, তদন্ত করে নিশ্চিত না হয়ে ওই কৃষকের মৃত্যুর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবও একই কথা বলছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কৃষক কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। তদন্ত করে এ ঘটনার বিস্তারিত জানা যাবে।
কৃষকের মৃত্যুর খবর পেয়ে কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ মামলা করেননি বলে জানান ওসি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজন নিরীহ কৃষক নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের পাশে গতকাল সোমবার শেষ বিকেলে এ ঘটনা ঘটে।
কুকিমারা মারমাপাড়ার ইউপি সদস্য অংসাপ্রু মারমা জানান, নিহত ব্যক্তির নাম থোয়াই অংপ্রুগ্রী মারমা (৭০)। তিনি মৃত থোয়াইসাউ মারমার ছেলে। তিনি পেশায় কৃষক। কৃষিকাজ সেরে তাঁর বাড়িতে ফিরছিলেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে কিছু এলাকাবাসী জানান, বড়ইছড়ি-ঘাগড়া সড়কে দুই পরিবহনের মধ্যে গোলাগুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুলি ওই বৃদ্ধ কৃষকের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আবার কেউ কেউ বলছেন, আঞ্চলিক কলহের জেরে দুই দলের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হন।
অবশ্যই কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলছেন, তদন্ত করে নিশ্চিত না হয়ে ওই কৃষকের মৃত্যুর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবও একই কথা বলছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কৃষক কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। তদন্ত করে এ ঘটনার বিস্তারিত জানা যাবে।
কৃষকের মৃত্যুর খবর পেয়ে কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ মামলা করেননি বলে জানান ওসি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজন নিরীহ কৃষক নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশাচালক আল আমিনকে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে জেলার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়।
৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের মরদেহ ভেসে এসেছে। আজ রোববার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
২৮ মিনিট আগেমাগুরায় নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে মফিজুর শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে আঠারখাদা মৌলভিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেশিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; ভিসি কোটা বাতিল করতে হব এবং পোষ্য কোটা সংস্কার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাউসার আলম আরমানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ সময় বক্তব্য দেন।
৪৩ মিনিট আগে