প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।
রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা।
মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।'
নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।
রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা।
মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।'
যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২১ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে