পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া পটিয়ার তিনটি ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৬ ডিসেম্বর ভোটের দিন অনিয়ম ও আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির কারণে এসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়।
গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
কেন্দ্রগুলো হলো, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদা চরন উচ্ বিদ্যালয় ভোটকেন্দ্র, স্বল্পব্যয়ী রমেশ স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র ও জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে দুটি ভোটকেন্দ্র নির্বাচনের দিন স্থগিত করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আরও তিনটি ভোটকেন্দ্রের বিষয়ে অভিযোগ আনলে নির্বাচন কমিশন তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে নির্বাচনের কাজে নিয়োজিত দুটি অংশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। সবার বক্তব্য গ্রহণ করে ইসির কাছে প্রতিবেদন দাখিল করার পর আইনি আর কোনো জটিলতা না থাকায় ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী বলেন, উপজেলার জিরি, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ছনহরার ঘটনায় ইসির গঠিত তদন্ত দল তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করে। আইনি আর কোনো জটিলতা না থাকায় স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া পটিয়ার তিনটি ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৬ ডিসেম্বর ভোটের দিন অনিয়ম ও আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির কারণে এসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়।
গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
কেন্দ্রগুলো হলো, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদা চরন উচ্ বিদ্যালয় ভোটকেন্দ্র, স্বল্পব্যয়ী রমেশ স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র ও জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে দুটি ভোটকেন্দ্র নির্বাচনের দিন স্থগিত করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আরও তিনটি ভোটকেন্দ্রের বিষয়ে অভিযোগ আনলে নির্বাচন কমিশন তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে নির্বাচনের কাজে নিয়োজিত দুটি অংশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। সবার বক্তব্য গ্রহণ করে ইসির কাছে প্রতিবেদন দাখিল করার পর আইনি আর কোনো জটিলতা না থাকায় ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী বলেন, উপজেলার জিরি, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ছনহরার ঘটনায় ইসির গঠিত তদন্ত দল তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করে। আইনি আর কোনো জটিলতা না থাকায় স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১৬ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪১ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগে