আ.লীগ নেতা পরিচয়ে ফাউ খেতেন, টাকা চাওয়ায় গরম পানি মারলেন চা দোকানিকে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ১৭: ৪৫

শারীরিক প্রতিবন্ধী আলমগীর হোসেন পায়ে সমস্যার কারণে চলাফেরা করতে পারেন না। জীবিকা নির্বাহের জন্য একটি চায়ের দোকান দেন আলমগীর। দোকানটির আয় দিয়েই চলে তাঁর সংসার। কিন্তু স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা পরিচয়ে প্রভাব খাঁটিয়ে জহির আহম্মেদ রিপন তাঁর দোকান থেকে টাকা না দিয়েই চা-সিগারেটসহ বিভিন্ন জিনিস নিতেন। গতকাল রোববার টাকা চাওয়ায় আলমগীরের গায়ে গরম পানি মেরে ঝলসে দিয়েছেন রিপন।

এ ঘটনায় অগ্নিদগ্ধ আলমগীর হোসেনের স্ত্রী আজ সোমবার দুপুরে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় জহির আহম্মেদ রিপনকে আসামি করা হয়।

এরই মধ্যে উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া রিপন সদর উপজেলার হামছাদী এলাকার তোফায়েল আহম্মেদ কালু ভূঁইয়ার ছেলে। তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়ভাবে প্রভাব খাটাতেন। তবে আওয়ামী লীগে তাঁর কোনো পদ-পদবি নেই।

ভুক্তভোগী আলমগীর ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক বছর ধরে রিপন ভূঁইয়া প্রায়ই আলমগীরের দোকানে এসে চা-সিগারেটসহ বিভিন্ন খাবার খেয়ে টাকা দিতেন না। টাকা চাইলে পরে দেবে বলে চলে যেতেন। মাঝে মাঝে দলবল নিয়ে এসে খেয়ে চলে যান। এরপর থেকে আর তার বাকির হিসেব রাখা হয় না। রোববার সন্ধ্যায় দোকানে এসে রিপন চা-সিগারেট নেয়। এ সময় টাকা চাইলে রিপন দেবে না বলে জানায়। পরবর্তীতে আলমগীর তাকে দোকানে না আসার জন্য বলেন।

এই নিয়ে ক্ষিপ্ত হয়ে গ্যাসের চুলার ওপর থাকা গরম পানিসহ চায়ের কেটলি আলমগীরের শরীরে ছুড়ে মারেন রিপন। দ্বিতীয় কেটলি ছুড়ে মারার সময় আলমগীর তা হাত দিয়ে ধরে ফেলেন। এতে তাঁর হাত, হাঁটু, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলমগীর।

ভুক্তভোগী চা দোকানি আলমগীরের মেয়ে রত্না আক্তার বলেন, ‘ভয়ে প্রথমে মামলা করতে পারিনি। রিপন আমার বাবাকে ঝলসে দিয়েছে। সোমবার দুপুরে রিপনের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করার কারণে এখন সাহস পাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেনের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত