সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ইয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিল রবিউল হোসেন (১৭)। পেছন দিক থেকে আসা ট্রেনের হর্ন বাজলেও টের পায়নি। ট্রেনের চাকার নিচে কাটা পড়ে বেঘোরে প্রাণ গেল তার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার এলাকার মাহবুব আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ফৌজদারহাট এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটছিল। পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি সে। ঢাকামুখী ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ফৌজদারহাট রেলস্টেশন এলাকা অতিক্রমকালে ওই কিশোর কাটা পড়ে মারা গেছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিল রবিউল হোসেন (১৭)। পেছন দিক থেকে আসা ট্রেনের হর্ন বাজলেও টের পায়নি। ট্রেনের চাকার নিচে কাটা পড়ে বেঘোরে প্রাণ গেল তার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার এলাকার মাহবুব আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ফৌজদারহাট এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটছিল। পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি সে। ঢাকামুখী ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ফৌজদারহাট রেলস্টেশন এলাকা অতিক্রমকালে ওই কিশোর কাটা পড়ে মারা গেছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৩১ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে