লক্ষ্মীপুর প্রতিনিধি
শপথ নেওয়ার আগে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইছমাইল হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের আধুনিক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান।
মাহাবুবুর রহমান জানান, ইছমাইল হোসেন নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফার ইউপি নির্বাচনে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ থেকে ইছমাইল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন ইছমাইল হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এর আগেও ২০১১ সালে ওই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে ২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে ছিলেন তিনি। তখন অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানের কাছে পরাজিত হন তিনি।
দিঘলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি বেদনাদায়ক। তিনি আমার সঙ্গে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এখনো শপথ নেননি। এর আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এ মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
শপথ নেওয়ার আগে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইছমাইল হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের আধুনিক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান।
মাহাবুবুর রহমান জানান, ইছমাইল হোসেন নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফার ইউপি নির্বাচনে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ থেকে ইছমাইল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন ইছমাইল হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এর আগেও ২০১১ সালে ওই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে ২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে ছিলেন তিনি। তখন অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানের কাছে পরাজিত হন তিনি।
দিঘলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি বেদনাদায়ক। তিনি আমার সঙ্গে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এখনো শপথ নেননি। এর আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এ মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
১৩ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
২৯ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
৩২ মিনিট আগে