পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম চৌধুরীর অনুসারী ইদ্রিচ চৌধুরী অপু বাদী হয়ে পটিয়া থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছসহ তাঁর ৮ থেকে ১০ জন অনুসারীকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে কাশিয়াইশ ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, নির্বাচনী অফিস ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুরো নয়াহাট, বুধপুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই নৌকার প্রার্থী আবুল কাসেম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত সভা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের নেতৃত্বে নৌকার অফিস ভাঙচুরসহ তাণ্ডব চালানো হয়েছে।
তবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ জানান, নৌকার প্রার্থী আবুল কাসেমের অনুসারীরা অতর্কিতভাবে বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছে। হামলা, ভাঙচুরের সঙ্গে তিনি কিংবা তাঁর কোন সমর্থক জড়িত নয়। বরং নৌকা প্রতীকের অনুসারীরা তাঁর ক্যাম্প ভাঙচুর করে এখন তাঁর ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছেন।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, মঙ্গলবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, মোহাম্মদ কাইছ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম চৌধুরীর অনুসারী ইদ্রিচ চৌধুরী অপু বাদী হয়ে পটিয়া থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছসহ তাঁর ৮ থেকে ১০ জন অনুসারীকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে কাশিয়াইশ ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, নির্বাচনী অফিস ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুরো নয়াহাট, বুধপুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই নৌকার প্রার্থী আবুল কাসেম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত সভা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের নেতৃত্বে নৌকার অফিস ভাঙচুরসহ তাণ্ডব চালানো হয়েছে।
তবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ জানান, নৌকার প্রার্থী আবুল কাসেমের অনুসারীরা অতর্কিতভাবে বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছে। হামলা, ভাঙচুরের সঙ্গে তিনি কিংবা তাঁর কোন সমর্থক জড়িত নয়। বরং নৌকা প্রতীকের অনুসারীরা তাঁর ক্যাম্প ভাঙচুর করে এখন তাঁর ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছেন।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, মঙ্গলবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, মোহাম্মদ কাইছ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৫ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৫ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৬ ঘণ্টা আগে