পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী উপজেলা সীমান্তে পাহাড়ি অঞ্চলের লেবু বাগান থেকে ৩২ বাগান মালিক ও লেবুচাষিকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পটিয়া-বোয়ালখালী উপজেলার সীমান্তবর্তী কড়লডেঙ্গা পাহাড়ের ছালদাছড়ির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে ১১ জনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মঙ্গলবার রাতে তাঁদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। অপহৃতরা সবাই বোয়ালখালী ও পটিয়ার বাসিন্দা।
অপহৃত লেবু বাগানের মালিক সরোয়ার আলম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তাঁরা কড়লড়েঙ্গা পাহাড়ে লেবু বাগানে কাজ করতে যান। দুপুরের দিকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ৩০-৩৫ জন লেবুচাষি ও বাগান মালিককে জিম্মি করে নিয়ে যায়। এর পর, পাহাড়ের গহিনে নিয়ে গিয়ে তাঁদের মারধর করে। পরে ২১ জন শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়ে ১১ জন বাগান মালিককে আটকে রাখে। ১১ জনের মধ্যে শাহেদ ও আসিফকে বিকেলে ছেড়ে দেয় জিম্মিদের পরিবারের কাছে মুক্তিপণের খবর দেওয়ার জন্য। তাঁরা এসে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন মুক্তিপণের ব্যবস্থা করে জিম্মিদের ছাড়িয়ে আনেন। পরে ওই ৯ জনকে বুধবার ভোর রাতে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুক্তিপণের টাকার পরিমাণ জানা যায়নি।
এদিকে, বাগান মালিক ও লেবুচাষিদের ধরে নিয়ে যাওয়ার পর এলাকার লোকজন বিষয়টি পটিয়া থানা-পুলিশকে জানালে তাঁরা খবর পেয়ে বোয়ালখালী ও পটিয়া থানা মিলে একটি যৌথ পুলিশ টিম গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে।
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরে পটিয়া ও বোয়ালখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। অপহৃতরা সবাই ফেরত এসেছে। যারা লেবুচাষি ও বাগান মালিকদের ধরে নিয়ে গেছে তাঁরা পাহাড়ি ছিল। অপহরণকারীদের অবস্থান জানা এবং গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’
চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী উপজেলা সীমান্তে পাহাড়ি অঞ্চলের লেবু বাগান থেকে ৩২ বাগান মালিক ও লেবুচাষিকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পটিয়া-বোয়ালখালী উপজেলার সীমান্তবর্তী কড়লডেঙ্গা পাহাড়ের ছালদাছড়ির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে ১১ জনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মঙ্গলবার রাতে তাঁদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। অপহৃতরা সবাই বোয়ালখালী ও পটিয়ার বাসিন্দা।
অপহৃত লেবু বাগানের মালিক সরোয়ার আলম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তাঁরা কড়লড়েঙ্গা পাহাড়ে লেবু বাগানে কাজ করতে যান। দুপুরের দিকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ৩০-৩৫ জন লেবুচাষি ও বাগান মালিককে জিম্মি করে নিয়ে যায়। এর পর, পাহাড়ের গহিনে নিয়ে গিয়ে তাঁদের মারধর করে। পরে ২১ জন শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়ে ১১ জন বাগান মালিককে আটকে রাখে। ১১ জনের মধ্যে শাহেদ ও আসিফকে বিকেলে ছেড়ে দেয় জিম্মিদের পরিবারের কাছে মুক্তিপণের খবর দেওয়ার জন্য। তাঁরা এসে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন মুক্তিপণের ব্যবস্থা করে জিম্মিদের ছাড়িয়ে আনেন। পরে ওই ৯ জনকে বুধবার ভোর রাতে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুক্তিপণের টাকার পরিমাণ জানা যায়নি।
এদিকে, বাগান মালিক ও লেবুচাষিদের ধরে নিয়ে যাওয়ার পর এলাকার লোকজন বিষয়টি পটিয়া থানা-পুলিশকে জানালে তাঁরা খবর পেয়ে বোয়ালখালী ও পটিয়া থানা মিলে একটি যৌথ পুলিশ টিম গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে।
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরে পটিয়া ও বোয়ালখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। অপহৃতরা সবাই ফেরত এসেছে। যারা লেবুচাষি ও বাগান মালিকদের ধরে নিয়ে গেছে তাঁরা পাহাড়ি ছিল। অপহরণকারীদের অবস্থান জানা এবং গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
২১ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে