দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০২
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ২৫

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ার বাক্স ভেঙে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগে এ বিঘ্ন ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার খায়রুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রামে উদ্দেশে ছেড়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রম করার সময় গিয়ার বাক্স ভেঙে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সিঙ্গেল লাইন হওয়ায় এ সময় আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম জানান, আউটার সিগন্যাল এলাকায় আটকা পড়া পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের গিয়ার বাক্স মেরামত করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ইমামবাড়ি স্টেশন এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছিল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত