ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীর বিরুদ্ধে মো. ইলিয়াছ নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ফুল দেওয়ার সময় উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুলের নেতৃত্বে একদল নেতা-কর্মী সকালে উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে ফুল দিতে যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীও কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে যান।
সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কোন পুষ্পমাল্য দেওয়া যাবে না বলে সেখানে থাকা নেতা-কর্মীদের শাসিয়ে দেন। এ সময় তিনি মাইকে সেখানে ঘোষণাকারী স্থানীয় মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ঘটনাস্থলে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে নাজিম মুহুরীর সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতা মো. এয়াকুব ও মো. মিন্টু তাঁদের দিকে তেড়ে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল আহত হন।
মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ বলেন, ‘বিজয়ের ৫০ বছর পরও আমরা স্বাধীন হতে পারলাম না। আগাছাদের হাতে আমাদের মতো মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছি। জাতি হিসেবে এ লজ্জা আমরা রাখব কোথায়? তিনি আওয়ামী লীগের নেতা হয়ে কীভাবে অন্য আওয়ামী লীগ নেতাদের ফুল দিতে বারণ করে তা বোধগম্য নয়।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘আমরা ফুল নিয়ে সেখানে গেলে কিছু নেতা-কর্মী আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেন। আমি সেখানে থাকা দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দেওয়ার চেষ্টা করি। এ ছাড়া সেসময় হাতাহাতিতে লিপ্তদের থামানোর চেষ্টা করেছি মাত্র। কোনো মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করিনি।’
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীর বিরুদ্ধে মো. ইলিয়াছ নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ফুল দেওয়ার সময় উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুলের নেতৃত্বে একদল নেতা-কর্মী সকালে উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে ফুল দিতে যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীও কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে যান।
সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কোন পুষ্পমাল্য দেওয়া যাবে না বলে সেখানে থাকা নেতা-কর্মীদের শাসিয়ে দেন। এ সময় তিনি মাইকে সেখানে ঘোষণাকারী স্থানীয় মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ঘটনাস্থলে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে নাজিম মুহুরীর সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতা মো. এয়াকুব ও মো. মিন্টু তাঁদের দিকে তেড়ে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল আহত হন।
মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ বলেন, ‘বিজয়ের ৫০ বছর পরও আমরা স্বাধীন হতে পারলাম না। আগাছাদের হাতে আমাদের মতো মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছি। জাতি হিসেবে এ লজ্জা আমরা রাখব কোথায়? তিনি আওয়ামী লীগের নেতা হয়ে কীভাবে অন্য আওয়ামী লীগ নেতাদের ফুল দিতে বারণ করে তা বোধগম্য নয়।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘আমরা ফুল নিয়ে সেখানে গেলে কিছু নেতা-কর্মী আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেন। আমি সেখানে থাকা দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দেওয়ার চেষ্টা করি। এ ছাড়া সেসময় হাতাহাতিতে লিপ্তদের থামানোর চেষ্টা করেছি মাত্র। কোনো মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করিনি।’
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে