নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। এ বিষয়ে পুলিশের মাথাব্যথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে।
আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
কমিশনার বলেন, ‘সকল রাজনৈতিক দলই রাজনীতি করছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশে নিষিদ্ধ ৬টি রাজনৈতিক দল রয়েছে। তারা কোনও কর্মসূচি করতে পারবে না।’
কমিশনার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি ভাঙচুর, আগুন ও গাছ কেটে ফেলাসহ নানাবিধ ফৌজদারি অপরাধ করে কোনো কোনো রাজনৈতিক দল। এগুলো ফৌজদারি অপরাধ। আর পুলিশ ফৌজদারি অপরাধ হলেই ব্যবস্থা নিয়ে থাকে।’
রাজনৈতিক কর্মসূচির নামে ফৌজদারি অপরাধ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও মন্তব্য করেন নতুন কমিশনার।
ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তাঁরা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগে কী হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ট্রাফিক সমস্যা সমাধানের বিষয়ে নবনিযুক্ত কমিশনার বলেন, ‘আমি দীর্ঘদিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করব। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করব।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। এ বিষয়ে পুলিশের মাথাব্যথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে।
আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
কমিশনার বলেন, ‘সকল রাজনৈতিক দলই রাজনীতি করছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশে নিষিদ্ধ ৬টি রাজনৈতিক দল রয়েছে। তারা কোনও কর্মসূচি করতে পারবে না।’
কমিশনার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি ভাঙচুর, আগুন ও গাছ কেটে ফেলাসহ নানাবিধ ফৌজদারি অপরাধ করে কোনো কোনো রাজনৈতিক দল। এগুলো ফৌজদারি অপরাধ। আর পুলিশ ফৌজদারি অপরাধ হলেই ব্যবস্থা নিয়ে থাকে।’
রাজনৈতিক কর্মসূচির নামে ফৌজদারি অপরাধ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও মন্তব্য করেন নতুন কমিশনার।
ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তাঁরা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগে কী হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ট্রাফিক সমস্যা সমাধানের বিষয়ে নবনিযুক্ত কমিশনার বলেন, ‘আমি দীর্ঘদিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করব। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করব।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২৭ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২ ঘণ্টা আগে