সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।'
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।'
মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।'
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।'
গত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
৫ মিনিট আগেভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
১১ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৩০ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩১ মিনিট আগে