নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) কোন দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন না বলে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা বহাল থাকছে। আজ বুধবার ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মাসুদুল হক বিবাদী জিএম কাদেরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়ায় এই নিষেধাজ্ঞা বহাল থাকছে।
গত ৩১ অক্টোবর জাতীয় পার্টির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এক আদেশ দিয়ে জিএম কাদেরকে জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত নিতে নিষেধাজ্ঞা জারি করেন। পরে জিএম কাদের মামলায় জবাব দিয়ে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন।
গত ১০ নভেম্বর ওই আবেদনের ওপর উভয় পক্ষের আইনজীবীরা শুনানি করেন। আদালত আজ বুধবার আদেশের দিন ধার্য করেন। আজ সকালের দিকে আবারও শুনানি হয়। আদালত পরে আদেশ দেবেন বলে জানান। সন্ধ্যার পরে আদালত আদেশ দেন। জি এম কাদেরের আবেদন আদালত নামঞ্জুর করেন।
গত ৮ নভেম্বর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মামলায় জি এম কাদের জবাব দিয়ে বলেন মিথ্যা তথ্য দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হয় ওই জবাবে।
জিয়াউল হক সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির উপদেষ্টা (দল থেকে বহিষ্কৃত)। গত ৪ অক্টোবর জিয়াউল হক মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার এই বহিষ্কারাদেশকে অবৈধ ঘোষণা করার জন্য মামলা করেন জিএম কাদেরের বিরুদ্ধে। ওই মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের ওপর শুনানি হয় গত ৩১ অক্টোবর।
মামলায় জিয়াউল হক উল্লেখ করেন, জিএম কাদের পার্টির কো-চেয়ারম্যান। তিনি নিজেকে নিজে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পার্টি সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। পরে ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মারা যান। এরশাদ অসুস্থ থাকার সুযোগে জিএম কাদের তাকে ভুল বুঝিয়ে জাতীয় পার্টির জন্য ভবিষ্যৎ নির্দেশনা শিরোনামে একটি চিঠিতে স্বাক্ষর করিয়ে নিজে প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যান বনে যান। এটা গঠনতন্ত্রের পরিপন্থী। জিএম কাদেরের উক্ত রূপ কার্যকলাপে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে ও পার্টিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
জি এম কাদের ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ও সম্মেলন আহ্বান করেন। ওই সম্মেলন বেআইনি ও স্থগিত ঘোষণার জন্য বাদী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট রোল জারি করার পরও সম্মেলন স্থগিত না করে সম্মেলন অনুষ্ঠিত করেন। ওই সম্মেলনে একটি গঠনতন্ত্র অনুমোদন করা হয়। যেহেতু হাইকোর্ট রুল জারি করেছিলেন সেহেতু ওই গঠনতন্ত্র অবৈধ এবং বেআইনি। যেহেতু জিএম কাদের অবৈধভাবে নিজেকে চেয়ারম্যান দাবি করেন সেহেতু জিয়াউল হককে বহিষ্কারাদেশও বেআইনি।
জিয়াউল হক মামলায় আরও বলেন, যেহেতু সম্মেলন বেআইনি সেহেতু ওই সম্মেলনে যে গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে তাও বেআইনি। কাজেই ওই গঠনতন্ত্রের আলোকে জিএম কাদের যাতে কোন দলীয় সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন সে জন্য নিষেধাজ্ঞা জারির আবেদন জানান তিনি।
জিএম কাদের এর পক্ষে শেখ সিরাজুল ইসলাম শুনানিতে বলেন, বাদী জিয়াউল হক জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন মামলায়। জাতীয় পার্টিতে এমন কোন পদ নেই। আছে চেয়ারম্যানের উপদেষ্টা। মিথ্যা তথ্য দিয়ে এবং আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন তিনি।
জিয়াউল হক মামলার আরজিতে বলেছেন, জি এম কাদের স্বঘোষিত চেয়ারম্যান। এটাও মিথ্যা। দলের সম্মেলনে জি এম কাদেরকে চেয়ারম্যান করা হয়। তিনি চেয়ারম্যান হওয়ার পর দলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এ কথাও সম্পূর্ণ মিথ্যা। বরং তার ওপর নিষেধাজ্ঞা জারি করায় এখন দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কাজেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য।
মামলা খারিজের আবেদন
এদিকে মামলা খারিজের আবেদন করেছেন জি এম কাদের। তাঁর পক্ষে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম এই আবেদন দাখিল করেন। ওই আবেদনেও বলা হয়েছে, জিয়াউল হক মিথ্যা তথ্য দিয়ে এই মামলা করেছেন। তিনি জাতীয় পার্টির উপদেষ্টা নন। তিনি মামলায় যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। বরং জিয়াউল হক এই মামলা করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
আরও বলা হয়েছে, জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী সুশৃঙ্খল একটি সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। কাজেই এই মামলা চলতে পারে না এবং এটা খারিজযোগ্য।
জিয়াউল হক মৃধার পক্ষে আইনজীবী জানান, মামলা খারিজের যে আবেদন করা হয়েছে তারা লিখিত আপত্তি দাখিল করবেন। আদালত আগামী ৩০ নভেম্বর এই আবেদনের শুনানি গ্রহণ করবেন বলে আদেশে বলেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) কোন দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন না বলে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা বহাল থাকছে। আজ বুধবার ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মাসুদুল হক বিবাদী জিএম কাদেরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়ায় এই নিষেধাজ্ঞা বহাল থাকছে।
গত ৩১ অক্টোবর জাতীয় পার্টির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এক আদেশ দিয়ে জিএম কাদেরকে জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত নিতে নিষেধাজ্ঞা জারি করেন। পরে জিএম কাদের মামলায় জবাব দিয়ে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন।
গত ১০ নভেম্বর ওই আবেদনের ওপর উভয় পক্ষের আইনজীবীরা শুনানি করেন। আদালত আজ বুধবার আদেশের দিন ধার্য করেন। আজ সকালের দিকে আবারও শুনানি হয়। আদালত পরে আদেশ দেবেন বলে জানান। সন্ধ্যার পরে আদালত আদেশ দেন। জি এম কাদেরের আবেদন আদালত নামঞ্জুর করেন।
গত ৮ নভেম্বর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মামলায় জি এম কাদের জবাব দিয়ে বলেন মিথ্যা তথ্য দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হয় ওই জবাবে।
জিয়াউল হক সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির উপদেষ্টা (দল থেকে বহিষ্কৃত)। গত ৪ অক্টোবর জিয়াউল হক মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার এই বহিষ্কারাদেশকে অবৈধ ঘোষণা করার জন্য মামলা করেন জিএম কাদেরের বিরুদ্ধে। ওই মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের ওপর শুনানি হয় গত ৩১ অক্টোবর।
মামলায় জিয়াউল হক উল্লেখ করেন, জিএম কাদের পার্টির কো-চেয়ারম্যান। তিনি নিজেকে নিজে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পার্টি সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। পরে ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মারা যান। এরশাদ অসুস্থ থাকার সুযোগে জিএম কাদের তাকে ভুল বুঝিয়ে জাতীয় পার্টির জন্য ভবিষ্যৎ নির্দেশনা শিরোনামে একটি চিঠিতে স্বাক্ষর করিয়ে নিজে প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যান বনে যান। এটা গঠনতন্ত্রের পরিপন্থী। জিএম কাদেরের উক্ত রূপ কার্যকলাপে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে ও পার্টিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
জি এম কাদের ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ও সম্মেলন আহ্বান করেন। ওই সম্মেলন বেআইনি ও স্থগিত ঘোষণার জন্য বাদী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট রোল জারি করার পরও সম্মেলন স্থগিত না করে সম্মেলন অনুষ্ঠিত করেন। ওই সম্মেলনে একটি গঠনতন্ত্র অনুমোদন করা হয়। যেহেতু হাইকোর্ট রুল জারি করেছিলেন সেহেতু ওই গঠনতন্ত্র অবৈধ এবং বেআইনি। যেহেতু জিএম কাদের অবৈধভাবে নিজেকে চেয়ারম্যান দাবি করেন সেহেতু জিয়াউল হককে বহিষ্কারাদেশও বেআইনি।
জিয়াউল হক মামলায় আরও বলেন, যেহেতু সম্মেলন বেআইনি সেহেতু ওই সম্মেলনে যে গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে তাও বেআইনি। কাজেই ওই গঠনতন্ত্রের আলোকে জিএম কাদের যাতে কোন দলীয় সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন সে জন্য নিষেধাজ্ঞা জারির আবেদন জানান তিনি।
জিএম কাদের এর পক্ষে শেখ সিরাজুল ইসলাম শুনানিতে বলেন, বাদী জিয়াউল হক জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন মামলায়। জাতীয় পার্টিতে এমন কোন পদ নেই। আছে চেয়ারম্যানের উপদেষ্টা। মিথ্যা তথ্য দিয়ে এবং আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন তিনি।
জিয়াউল হক মামলার আরজিতে বলেছেন, জি এম কাদের স্বঘোষিত চেয়ারম্যান। এটাও মিথ্যা। দলের সম্মেলনে জি এম কাদেরকে চেয়ারম্যান করা হয়। তিনি চেয়ারম্যান হওয়ার পর দলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এ কথাও সম্পূর্ণ মিথ্যা। বরং তার ওপর নিষেধাজ্ঞা জারি করায় এখন দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কাজেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য।
মামলা খারিজের আবেদন
এদিকে মামলা খারিজের আবেদন করেছেন জি এম কাদের। তাঁর পক্ষে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম এই আবেদন দাখিল করেন। ওই আবেদনেও বলা হয়েছে, জিয়াউল হক মিথ্যা তথ্য দিয়ে এই মামলা করেছেন। তিনি জাতীয় পার্টির উপদেষ্টা নন। তিনি মামলায় যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। বরং জিয়াউল হক এই মামলা করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
আরও বলা হয়েছে, জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী সুশৃঙ্খল একটি সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। কাজেই এই মামলা চলতে পারে না এবং এটা খারিজযোগ্য।
জিয়াউল হক মৃধার পক্ষে আইনজীবী জানান, মামলা খারিজের যে আবেদন করা হয়েছে তারা লিখিত আপত্তি দাখিল করবেন। আদালত আগামী ৩০ নভেম্বর এই আবেদনের শুনানি গ্রহণ করবেন বলে আদেশে বলেছেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৯ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
১৩ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
১৫ মিনিট আগে