ফরিদপুর প্রতিনিধি
‘বিজয় দিবসের মিটিং হবে–আওয়ামী লীগের প্রতিনিধি বসবে এই পাশে, এটা ঠিক না। আপনি সেভাবে জায়গা রাখেন নাই কেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এভাবেই শাসাতে দেখা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
ভিডিওতে তাঁকে ইউএনওর উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমি বলি, কাজী জাফরউল্যাহ নৌকা পাইছে, আগামীতে মনোনয়ন দাখিল করব। যদি আওয়ামী লীগ মিটিংয়ে ডাকে, সেদিন মিটিংয়ে আসব, তার আগে মিটিংয়ে আসব না। আপনি ফরিদপুরের মিটিং দেখেন না? ডিসি মিটিং করে দেখেন না? আমরা সহজে কথা বলি না, কিছু বিষয় আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই আওয়ামী লীগ নেতার নাম আকরামুজ্জামান রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহর সমর্থক।
তবে, বিষয়টিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আকরামুজ্জামান রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের কারণে এমনটা হয়েছে। এখানে ইউএনওর কোনো দোষ নেই। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, পরে মীমাংসা হয়েছে। এটা তেমন কোনো বিষয় না।’
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কাজী জাফরউল্যাহ নৌকা পাওয়ায় এমন গরম দেখিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে উনি এই আচরণ করতে পারে না। উনি শিষ্টাচার-বহির্ভূত আচরণ করেছে। উনি মিটিংয়ে দেরিতে এসেছিল, পরে আসলে তো চেয়ার খালি থাকে না। জায়গা করে দিতে দেরি হওয়ায় ইউএনওর সঙ্গে মেজাজ দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কারণ, উনারা নৌকা মার্কা পেয়েছেন, এ জন্য উনাদের গরমই আলাদা। মার্কাকে উনারা লটারি মনে করতেছে। একজন সরকারি বিসিএস কর্মকর্তার সঙ্গে উনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলরুম অনেক ছোট। লোক বেড়ে গেলে চেয়ার থাকে না। স্টাফদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। স্টাফরা আগে থেকে চেয়ার দিলে এমনটা হতো না।’
‘বিজয় দিবসের মিটিং হবে–আওয়ামী লীগের প্রতিনিধি বসবে এই পাশে, এটা ঠিক না। আপনি সেভাবে জায়গা রাখেন নাই কেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এভাবেই শাসাতে দেখা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
ভিডিওতে তাঁকে ইউএনওর উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমি বলি, কাজী জাফরউল্যাহ নৌকা পাইছে, আগামীতে মনোনয়ন দাখিল করব। যদি আওয়ামী লীগ মিটিংয়ে ডাকে, সেদিন মিটিংয়ে আসব, তার আগে মিটিংয়ে আসব না। আপনি ফরিদপুরের মিটিং দেখেন না? ডিসি মিটিং করে দেখেন না? আমরা সহজে কথা বলি না, কিছু বিষয় আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই আওয়ামী লীগ নেতার নাম আকরামুজ্জামান রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহর সমর্থক।
তবে, বিষয়টিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আকরামুজ্জামান রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের কারণে এমনটা হয়েছে। এখানে ইউএনওর কোনো দোষ নেই। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, পরে মীমাংসা হয়েছে। এটা তেমন কোনো বিষয় না।’
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কাজী জাফরউল্যাহ নৌকা পাওয়ায় এমন গরম দেখিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে উনি এই আচরণ করতে পারে না। উনি শিষ্টাচার-বহির্ভূত আচরণ করেছে। উনি মিটিংয়ে দেরিতে এসেছিল, পরে আসলে তো চেয়ার খালি থাকে না। জায়গা করে দিতে দেরি হওয়ায় ইউএনওর সঙ্গে মেজাজ দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কারণ, উনারা নৌকা মার্কা পেয়েছেন, এ জন্য উনাদের গরমই আলাদা। মার্কাকে উনারা লটারি মনে করতেছে। একজন সরকারি বিসিএস কর্মকর্তার সঙ্গে উনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলরুম অনেক ছোট। লোক বেড়ে গেলে চেয়ার থাকে না। স্টাফদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। স্টাফরা আগে থেকে চেয়ার দিলে এমনটা হতো না।’
দেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবির সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২২ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে