হত্যা মামলায় চকবাজার থানা আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২১: ০৬
চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজ। ছবি: সংগৃহীত

চানখাঁরপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাকিব হত্যা মামলার এজাহারনামীয় আসামি চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে (৭৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় চকবাজার থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির চকবাজার মডেল থানা-পুলিশ।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে চানখাঁরপুল মোড়ে অসংখ্য ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদারও ওই আন্দোলনে অংশগ্রহণ করেন। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। হামলাকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত