নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত হতে যাচ্ছে দুই বাংলায় সাড়া জাগানো বই ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’-এর দ্বিতীয় খণ্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পাঠকেরা কিনতে পারবেন বলে বইটির প্রকাশক জানিয়েছেন।
বইটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি দেশটির জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি হওয়ারও গৌরব অর্জন করেছেন। ছিলেন প্রণব মুখার্জির অত্যন্ত স্নেহভাজন।
বইটি সম্পর্কে গৌতম লাহিড়ী বলেন, ‘প্রথমেই পাঠকদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি। বইটির প্রথম খণ্ড দুই বাংলায় এতটা সাড়া পড়বে ভাবিনি। পাঠকদের তুমুল আগ্রহেই দ্বিতীয় খণ্ডটা লিখতে প্রেরণা জুগিয়েছে।’
গৌতম লাহিড়ী আরও বলেন, ‘এটি ওনার জীবনি বলছি না। মূলত বইটি প্রণব মুখার্জির ছয় দশকব্যাপী বর্ণিল রাজনৈতিক জীবনের একটি খণ্ডচিত্র। ভারতের এই বলিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনেকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। তিনি ভারত সরকারের পররাষ্ট্র, অর্থসহ নানান গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মার্কিন-ভারত পরমাণু চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কাজ করেছেন। প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের উত্থান-পতন, শীর্ষ শিখরে পৌঁছানোসহ বহু ঘটনা দেখার সুযোগ হয়েছে। এ ছাড়া প্রাসঙ্গিকভাবে আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে, যা অপ্রকাশিত রয়ে গিয়েছিল।’
প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন বইটি সম্পর্কে বলেন, ‘পাঠকেরাই আল-হামরা প্রকশনীর মূল প্রেরণা। বইটির প্রথম খণ্ড বের হওয়ার পর তাঁরা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ হয়েছি। তাই অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় খণ্ড প্রকাশের তাগিদ অনুভব করি। দ্বিতীয় খণ্ডে বিস্ময়কর কিছু ঘটনা উঠে এসেছে, যা পাঠকের জন্য চমক হিসেবে থাকুক।’
লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। মূলত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ভ্রমণ করেছেন ষাটেরও বেশি দেশে। অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। পেয়েছেন ভারতের জাতীয় সংসদে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা।
প্রকাশিত হতে যাচ্ছে দুই বাংলায় সাড়া জাগানো বই ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’-এর দ্বিতীয় খণ্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পাঠকেরা কিনতে পারবেন বলে বইটির প্রকাশক জানিয়েছেন।
বইটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি দেশটির জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি হওয়ারও গৌরব অর্জন করেছেন। ছিলেন প্রণব মুখার্জির অত্যন্ত স্নেহভাজন।
বইটি সম্পর্কে গৌতম লাহিড়ী বলেন, ‘প্রথমেই পাঠকদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি। বইটির প্রথম খণ্ড দুই বাংলায় এতটা সাড়া পড়বে ভাবিনি। পাঠকদের তুমুল আগ্রহেই দ্বিতীয় খণ্ডটা লিখতে প্রেরণা জুগিয়েছে।’
গৌতম লাহিড়ী আরও বলেন, ‘এটি ওনার জীবনি বলছি না। মূলত বইটি প্রণব মুখার্জির ছয় দশকব্যাপী বর্ণিল রাজনৈতিক জীবনের একটি খণ্ডচিত্র। ভারতের এই বলিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনেকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। তিনি ভারত সরকারের পররাষ্ট্র, অর্থসহ নানান গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মার্কিন-ভারত পরমাণু চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কাজ করেছেন। প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের উত্থান-পতন, শীর্ষ শিখরে পৌঁছানোসহ বহু ঘটনা দেখার সুযোগ হয়েছে। এ ছাড়া প্রাসঙ্গিকভাবে আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে, যা অপ্রকাশিত রয়ে গিয়েছিল।’
প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন বইটি সম্পর্কে বলেন, ‘পাঠকেরাই আল-হামরা প্রকশনীর মূল প্রেরণা। বইটির প্রথম খণ্ড বের হওয়ার পর তাঁরা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ হয়েছি। তাই অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় খণ্ড প্রকাশের তাগিদ অনুভব করি। দ্বিতীয় খণ্ডে বিস্ময়কর কিছু ঘটনা উঠে এসেছে, যা পাঠকের জন্য চমক হিসেবে থাকুক।’
লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। মূলত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ভ্রমণ করেছেন ষাটেরও বেশি দেশে। অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। পেয়েছেন ভারতের জাতীয় সংসদে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা।
গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
৪ মিনিট আগেবিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
২৪ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
২৫ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৩৬ মিনিট আগে