মশক নিধন অভিযানে ঢাকা উত্তরে এক লাখ, দক্ষিণে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ২২: ২৭

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ অভিযানে ১৪টি মামলায় প্রায় ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ৭ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ৬০ হাজার টাকার বেশি জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। আজ বুধবার দুই সিটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪০ হাজার টাকা, মধুবাগ মগবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা এবং রোশাদিয়া কামারপাড়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় জরিমানা আদায় করা হয় এক লাখ ৯ হাজার ১০০ টাকা।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বকশিবাজার এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, অঞ্চল-৭ নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত