নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল ফোন চুরি ও বাসা থেকে মালামাল চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
আযানকে তিন দিন ও আব্দুর রহিম মিলন নামে এক আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আলম ভূঁইয়া তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি মিলনের পক্ষে তাঁর আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে, আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত একজনের তিন দিন ও অন্যজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ জানুয়ারি মামলা দায়ের করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোনের ক্রেতা মিলনকেও।
মামলায় স্বর্ণা আক্তার অভিযোগ করেন, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আযানকে বাসায় রেখে তিন রুমমেটসহ রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলন করতে যান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে ছবি তোলার জন্য ব্যাগ থেকে দুটি আইফোন নেন। কিছু সময় কয়েকটি ছবি তুলে মোবাইল ফোন নিয়ে আযান পালিয়ে যান।
মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে স্বর্ণা আক্তার দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে ভেতর প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখেন ওয়ার্ডরোব ভাঙা। ডলার, টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র নেই।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল ফোন চুরি ও বাসা থেকে মালামাল চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
আযানকে তিন দিন ও আব্দুর রহিম মিলন নামে এক আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আলম ভূঁইয়া তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি মিলনের পক্ষে তাঁর আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে, আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত একজনের তিন দিন ও অন্যজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ জানুয়ারি মামলা দায়ের করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোনের ক্রেতা মিলনকেও।
মামলায় স্বর্ণা আক্তার অভিযোগ করেন, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আযানকে বাসায় রেখে তিন রুমমেটসহ রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলন করতে যান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে ছবি তোলার জন্য ব্যাগ থেকে দুটি আইফোন নেন। কিছু সময় কয়েকটি ছবি তুলে মোবাইল ফোন নিয়ে আযান পালিয়ে যান।
মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে স্বর্ণা আক্তার দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে ভেতর প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখেন ওয়ার্ডরোব ভাঙা। ডলার, টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র নেই।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
৩০ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
৪১ মিনিট আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা। এলাকার সর্বক্ষেত্রে বেপরোয়া ছিলেন তিনি। সন্ত্রাস, ঠিকাদারি নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি-বাণিজ্য, রাজনৈতিক মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে