নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার আশপাশের সব বেসরকারি হাউজিং প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আগামী মঙ্গলবারের (৭ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় থাকা আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মামলার শুনানিতে এই তথ্য চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তিনি শুনানিতে বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। এই প্রকল্পের এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। যা রাজউকের অধীনে।
শুনানিতে আশিয়ান সিটির আইনজীবী আহসানুল করিম বলেন, সকল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নেই। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।
আশিয়ান সিটি প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ কয়েকটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি।
ওই রিটের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। পরে প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে। হাইকোর্ট রিভিউ আবেদন গ্রহণের পর শুনানি শেষে আগের রায় বাতিল করে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিটকারীরা আপিল করে। তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়।
ঢাকার আশপাশের সব বেসরকারি হাউজিং প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আগামী মঙ্গলবারের (৭ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় থাকা আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মামলার শুনানিতে এই তথ্য চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তিনি শুনানিতে বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। এই প্রকল্পের এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। যা রাজউকের অধীনে।
শুনানিতে আশিয়ান সিটির আইনজীবী আহসানুল করিম বলেন, সকল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নেই। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।
আশিয়ান সিটি প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ কয়েকটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি।
ওই রিটের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। পরে প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে। হাইকোর্ট রিভিউ আবেদন গ্রহণের পর শুনানি শেষে আগের রায় বাতিল করে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিটকারীরা আপিল করে। তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়।
যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১৫ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে