রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১৯: ৪২

রাজধানীর নতুনবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে নতুনবাজারে সিটি করপোরেশনের ময়লার ডিপোর সামনে এ ঘটনাটি ঘটে।

পরে তাঁকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যায়।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত ব্যক্তি উত্তর সিটি করপোরেশনের ময়লার ভ্যান চালাতেন। সকালে তিন চাকার ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ওই ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে।’

নিহতের ছেলে মো. আল আমিন আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার দক্ষিণ বানিয়াদী গ্রামে। নিহতের বাবার নাম ফয়েজ উদ্দিন। বর্তমানে ভাটারা ফাসেরটেক এলাকায় থাকেন তারা। তার বাবা উত্তর সিটি করপোরেশনের ময়লার ভ্যান নিয়ে বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহ করতেন। ভোরে নতুনবাজারে ভ্যান নিয়ে ময়লার ডিপোতে গিয়েছিলেন। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত