টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা।
পরে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যুক্ত হয় বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুরের মধ্যেই শহরের কবি নজরুল সড়ক, প্রেসক্লাব চত্বর, ভিক্টোরিয়া রোডসহ আশপাশের সব এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
এ সময় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কেরা। তাঁরা বলেন, ‘এখন আমাদের এক দাবি সরকার পতন। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পতন ব্যতীত এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই।’
পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। শহরের কর্মসূচি শেষে দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে।
মিছিলে আসা এক অভিভাবক বলেন, ‘সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।’
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে ও জানমালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা।
পরে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যুক্ত হয় বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুরের মধ্যেই শহরের কবি নজরুল সড়ক, প্রেসক্লাব চত্বর, ভিক্টোরিয়া রোডসহ আশপাশের সব এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
এ সময় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কেরা। তাঁরা বলেন, ‘এখন আমাদের এক দাবি সরকার পতন। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পতন ব্যতীত এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই।’
পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। শহরের কর্মসূচি শেষে দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে।
মিছিলে আসা এক অভিভাবক বলেন, ‘সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।’
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে ও জানমালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে