মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালক ও সহযোগী নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১৪: ৩৪
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৪: ৫৪

মাদারীপুরে মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। 

আজ সোমবার সকাল ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাহিন্দ্রচালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। 

নিহত চালক এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে। চালকের সহযোগী আরিফ শিকদার মাদারীপুর সদর উপজেলার মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল সকালে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে মাহিন্দ্র গাড়ি নিয়ে বের হন। সড়কে উঠতে গিয়ে চালক এনামুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায় মাহিন্দ্রটি উল্টে যায়। এতে চালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ঘটনাস্থলে মারা যান। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্র উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করে সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত