সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।
পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’
বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’
বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।
পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’
বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’
বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৪ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৫ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩৬ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে