নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকার ১১/এ নম্বর রোডের একটি বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসার তত্ত্বাবধায়ক বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। বাসার মালিক একরামুল ওয়াদুদ কৌশিক। তিনি প্রধানমন্ত্রীর আত্মীয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গতকাল ভোররাত ৪টার দিকে চোরেরা ওই বাসায় ঢোকে। তখন বাসায় কেউ ছিলেন না। পরে গতকাল দুপুরে একরামুল ওয়াদুদ লন্ডন থেকে বাসার সিসি ক্যামেরা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি বাসার তত্ত্বাবধায়ককে ফোন করে চুরির বিষয়টি জানান। ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল সন্ধ্যায় পুলিশ, গোয়েন্দা ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিসানুল হক বলেন, পাঁচতলা ভবনের তৃতীয় তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি রুমের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। তারা ওই বাসার আরও কয়েকটি কক্ষের আলমারির মালামাল তছনছ করেছে। সিআইডি যথাযথ আলামত সংগ্রহ করে ছায়া তদন্ত শুরু করেছে।
পুলিশ ও সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, বাসাটি প্রধানমন্ত্রীর ফুফাতো বোনের ছেলের।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, হুডি ও মাস্ক পরা এক ব্যক্তি জানালার গ্রিল ভেঙে বাসায় ঢুকে হাতে লাইট নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে ঘোরাঘুরি করছেন। অন্যজন গ্রিলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ঘণ্টাখানেক ওই বাসায় অবস্থান করেন।
রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকার ১১/এ নম্বর রোডের একটি বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসার তত্ত্বাবধায়ক বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। বাসার মালিক একরামুল ওয়াদুদ কৌশিক। তিনি প্রধানমন্ত্রীর আত্মীয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গতকাল ভোররাত ৪টার দিকে চোরেরা ওই বাসায় ঢোকে। তখন বাসায় কেউ ছিলেন না। পরে গতকাল দুপুরে একরামুল ওয়াদুদ লন্ডন থেকে বাসার সিসি ক্যামেরা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি বাসার তত্ত্বাবধায়ককে ফোন করে চুরির বিষয়টি জানান। ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল সন্ধ্যায় পুলিশ, গোয়েন্দা ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিসানুল হক বলেন, পাঁচতলা ভবনের তৃতীয় তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি রুমের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। তারা ওই বাসার আরও কয়েকটি কক্ষের আলমারির মালামাল তছনছ করেছে। সিআইডি যথাযথ আলামত সংগ্রহ করে ছায়া তদন্ত শুরু করেছে।
পুলিশ ও সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, বাসাটি প্রধানমন্ত্রীর ফুফাতো বোনের ছেলের।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, হুডি ও মাস্ক পরা এক ব্যক্তি জানালার গ্রিল ভেঙে বাসায় ঢুকে হাতে লাইট নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে ঘোরাঘুরি করছেন। অন্যজন গ্রিলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ঘণ্টাখানেক ওই বাসায় অবস্থান করেন।
গ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৫ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে