সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়েছে। অভিযোগ উঠেছে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ২৪টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় ইউপি সদস্য প্রার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের পাচঁপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ইউপি সদস্য প্রার্থী আল মাহাবুব ও তাঁর সমর্থক রবিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে পুরুষ ও নারী দুটি কেন্দ্রে বিভক্ত করা হয়। দুটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষ হলে পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিটু চন্দ্র দেবনাথ ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলাম ফলাফল ঘোষণা করে নোটিশ বোর্ডে সাঁটিয়ে দেন। ফলাফলে পরাজিত হওয়ায় ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফলাফল না মেনে তাঁদের সমর্থকদের জড়ো করেন। আল মাহাবুব নোটিশ বোর্ডে সাঁটানো ফলাফল শিট ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁরা একত্র হয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এরপর সেখানে প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আহত অবস্থায় প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধাওয়া করে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও তাঁর সমর্থক রবিউল ইসলামকে আটক করে।
এ নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, এ ঘটনায় আহত প্রিসাইডিং অফিসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, পাচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়েছে। অভিযোগ উঠেছে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ২৪টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় ইউপি সদস্য প্রার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের পাচঁপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ইউপি সদস্য প্রার্থী আল মাহাবুব ও তাঁর সমর্থক রবিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে পুরুষ ও নারী দুটি কেন্দ্রে বিভক্ত করা হয়। দুটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষ হলে পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিটু চন্দ্র দেবনাথ ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলাম ফলাফল ঘোষণা করে নোটিশ বোর্ডে সাঁটিয়ে দেন। ফলাফলে পরাজিত হওয়ায় ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফলাফল না মেনে তাঁদের সমর্থকদের জড়ো করেন। আল মাহাবুব নোটিশ বোর্ডে সাঁটানো ফলাফল শিট ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁরা একত্র হয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এরপর সেখানে প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আহত অবস্থায় প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধাওয়া করে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও তাঁর সমর্থক রবিউল ইসলামকে আটক করে।
এ নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, এ ঘটনায় আহত প্রিসাইডিং অফিসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, পাচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে